কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 04:13:26

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত বিরতিহীন কারফিউ জারি করা হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ (১৫ মার্চ) ২০তম দিন। রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অনেক শহর দখলে নিয়েছে। কিছু শহরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী কঠোর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, রাজধানী কিয়েভ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর