লভিভের সামরিক ঘাঁটিতে বিমান হামলায় নিহত ২০

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:24:33

পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ অঞ্চলে সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) নামের এই সামরিক ঘাঁটিতে রুশ সেনারা ৩০টি রকেট নিক্ষেপ করেছে বলেও জানিয়েছেন লভিভের গভর্নর। এর আগে রোববার রুশ সেনারা সেখানে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানা গিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে।

লভিভ থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সামরিক প্রশিক্ষণকেন্দ্রটিতে হামলা হওয়ার কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি।

ম্যাক্সিম কোজিটস্কি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্র রুশ বিমান হামলায় নয়জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে ইউক্রেনের ভেতরে মাত্র ছয় মাইল দূরে ইয়াভোরিভ জেলায় সামরিক ঘাঁটিটি অবস্থিত।

এ সম্পর্কিত আরও খবর