কিয়েভের অর্ধেক জনসংখ্যা পালিয়ে গেছে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:39:48

চলমান যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের অর্ধেক জনসংখ্যা পালিয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। রুশ বাহিনী শহরের কাছাকাছি চলে এসেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

সাবেক এই বক্সিং তারকা বলেন, কিভ একটি দুর্গে রূপান্তরিত হয়েছে। প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেক পয়েন্টকে সুরক্ষিত করা হয়েছে।

তিনি বলেন, প্রায় তিন মিলিয়ন জনসংখ্যার এই শহর থেকে দুই মিলিয়নের কিছু কম মানুষ প্রতিবেশী দেশে চলে গেছে।

রুশ বাহিনী আজ তাদের সাঁজোয়া যান শহরের উত্তর-পূর্ব প্রান্তে নিয়ে গেছে বলে ধারণা হচ্ছে। শহরের প্রধান সড়ক নিয়ন্ত্রণের জন্য ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে বলে জানান তিনি।

এদিকে পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষ সম্পর্কে সতর্ক করে বলেছেন, আগামী দিনে এই শরণার্থীর সংখ্যা চার মিলিয়নে পৌঁছতে পারে।

এ সম্পর্কিত আরও খবর