ইউক্রেনীয়দের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:40:01

ইউক্রেনীয়দের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের জিম্মি করে ইউক্রেন তথাকথিত আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারা এদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ল্যাভরভ বলেন, আজকের আলোচনা বেশিরভাগই মানবিক ইস্যু নিয়ে হয়েছে।

তিনি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর পরিচালনা চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর