তালেবান সরকারকে ৩১ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে চীন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 11:27:42

তালেবান আফগানিস্তানে অন্তবর্তী সরকার গঠনের পর দেশটিকে ৩১ মিলিয়ন অর্থাৎ তিন কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এরসঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকাও দিচ্ছে দেশটি। খবর বিবিসির।

বুধবার (৮ সেপ্টেম্বর) চীন, পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে যোগ দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সহায়তর ঘোষণা দেন।

চীনের পক্ষ থেকে দেওয়া জরুরি সহায়তার মধ্যে খাদ্যশস্য, শীতকালীন পণ্যসামগ্রী, ওষুধ এবং করোনার ৩০ লাখ ডোজ টিকার কথা উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি উগ্র সন্ত্রাসীদের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

barta24

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে নেয় তালেবান যোদ্ধারা। এরপর তারা সরকার গঠনের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী ৬ সেপ্টেম্বর তালেবান অন্তবর্তী সরকার ঘোষণা করে। তবে কাবুল দখলের পরপরই চীন জানিয়েছিল- যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান গঠনে চীন তাদের প্রধান অংশীদার হতে চায়।

এ সম্পর্কিত আরও খবর