সংবাদ সংগ্রহে গিয়ে তালেবানের নির্যাতনের শিকার দুই সাংবাদিক

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 03:13:31

আফগানিস্তানে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানদের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। মঙ্গলবার তালেবানের নিরাপত্তা বাহিনীর বেদম মারপিটের শিকার হন তারা।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এনডিটিভি অনলাইন ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ ঘটনায় নতুন আফগান সরকার গঠনের সময় মানবাধিকার রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতার দেওয়ার প্রতিশ্রুতি পূরণকে প্রশ্নবিদ্ধ করবে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে

কাবুল ভিত্তিক সংবাদমাধ্যম এতিলাত-ই-রোজ এর দুই সাংবাদিক তাকি দারিয়াবি এবং নিমাত নাকবিকে গত মঙ্গলবার আটক করে তালেবান। পরে তাদের মারপিট করা হয়। এই সাংবাদিকেরা তালেবান শাসনের বিরোধিতা করে কাবুলে নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন।

মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার বৈদেশিক প্রতিনিধি মারকাস ইয়াম। তিনি তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন।

আরেকটি ছবি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে একটি আফগান সংবাদমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর