ফের পানশির দখলের দাবি তালেবানের, প্রত্যাখ্যান করলো বিদ্রোহীরা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:21:12

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পানশির উপত্যকা ফের নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। স্থানীয় সময় সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর আল-জাজিরা

তিনি বলেন, ‘পানশির প্রদেশ এখন পুরোপুরি তালেবান যোদ্ধাদের দখলে। প্রদেশের সাতটি জেলায় এখন ক্লিয়ার (পরিষ্কার)। সেখান থেকে উদ্ধার বিপুুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম আফগান অস্ত্র গুদামে জমা করার প্রক্রিয়া চলছে।’

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘বিদ্রোহী এনআরএফ পানশিরে মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা বিকল করে রেখেছিল। আজ থেকে পুরো উপত্যকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করা হবে।’

barta24

পানশিরের বাসিন্দারা বাড়িছাড়া হয়েছে উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, ‘ পানশির নিয়ন্ত্রণে নিতে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করেনি তালেবান। পানশির তথা আফগানিস্তান তাদেরই দেশ। তারা চাইলে নিজ নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।’

এদিকে, পানশিরে ‘সমঝোতা’ সম্ভব ছিল না বলে দাবি করেছেন তিনি। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘প্রথমে যখন আমরা তাদেরকে (তালেবানবিরোধী এনআরএফ) আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তারা তা নাকচ করে দিয়েছিল। ফলে উপত্যকায় সন্ত্রাস ঠেকাতে সেনা পাঠাতে হয়েছে।’

barta24

তবে তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) নেতা আহমাদ মাসুদ। এক টুইট বার্তা মাসুদ লেখেন, ‘আমি নিরাপদে আছি। সঙ্গীরা উদ্বিগ্ন হবেন না।’

আরও পড়ুন: পানশিরে দেড় হাজার তালেবানকে ‘বন্দি’ করলো এনআরএফ!

এর আগে রোববার এনআরএফ যোদ্ধারা দাবি করেছিল—পানশির উপত্যকা তাদের দখলে রয়েছে। উপত্যকা থেকে প্রায় দেড় হাজার তালেবান সদস্যকে আটক করেছে তারা।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাসতি আরও বলেন, ‘প্রায় দেড় হাজার তালেবান সদস্য এখন আমাদের হাতে বন্দি। যুদ্ধে অনেক তালেবান নিহতও হয়েছে। পারিয়ান জেলাটি এখন তালেবানের কাছ থেকে মুক্ত করা হয়েছে। আটক তালেবান সদস্যদের সামনে আমাদের নীতি তুলে ধরে আহমাদ মাসুদ বক্তৃতা করবেন।’

এ সম্পর্কিত আরও খবর