পানশিরে দেড় হাজার তালেবানকে ‘বন্দি’ করলো এনআরএফ!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 11:13:41

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পানশির উপত্যকা নিজেদের দখলে রাখতে তালেবানের সঙ্গে যুদ্ধ অব্যাহত রেখেছেন বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা।

তারা দাবি করেছেন—পানশির উপত্যকার পারিয়ান জেলা তালেবান দখলে নিয়েছিল। তাদের কাছ থেকে ফের জেলাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তালেবানবিরোধী এনআরএফ যোদ্ধারা। এসময় প্রায় দেড় হাজার তালেবান সদস্যকে আটক করেছে তারা। খবর আল-জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নিতে সক্ষম হলেও এনআরএফের দখলে রয়েছে পানশির। যদিও শনিবার (৪ সেপ্টেম্বর) পানশির দখলের দাবি করেছিল তালেবান। তবে এর একদিন পরই তালেবানবিরোধী এনএফআর তালেবানকে পিছু হটিয়ে পুরো উপত্যকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছেন।

barta24
পাঞ্জশির উপত্যকায় এনআরএফ যোদ্ধারা। ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, এনআরএফ যোদ্ধারা তালেবানের অন্তত দেড় হাজার সদস্যকে বন্দি করার দাবি করেছেন। এছাড়া তাদের হামলায় অসংখ্য তালেবান সদস্য নিহত হয়েছেন বলেও দাবি এনআরএফের।

কাবুলে অবস্থান করা আল-জাজিরার সংবাদকর্মী চার্লস স্ট্র্যাটফোর্ড উপত্যকার কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, পানশির দখলে উপত্যকায় যাওয়া তালেবান সদস্যদের ঘিরে রেখেছিল এনআরএফ। তাদের মধ্যে অন্তত এক হাজার ৫০০ তালেবান সদস্যকে বন্দি করেছে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পানশিরে এনআরএফের হাতে আটক তালেবানের বন্দিদের সামনে নিজেদের অর্থাৎ এনআরএফের নীতি তুলে ধরে ভাষণ দেবেন তালেবানবিরোধী সশস্ত্র এ গোষ্ঠীর নেতা আহমাদ মাসুদ। এনআরএফের মুখপাত্র ফাহিম দাসতি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

barta24
কাবুলে খুব কাছেই পানশির উপত্যকা। ছবি: সংগৃহীত

তিনি লেখেন, ‘তালেবান পারিয়ান জেলায় ঢুকে পড়েছিল। আমাদের যোদ্ধারা তালেবানকে পিছু হটতে বাধ্য করেছে। রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। একপর্যায়ে পালানোর সময় তালেবান যোদ্ধারা উপত্যকায় অবরুদ্ধ হয়ে পড়ে।’

মুখপাত্র ফাহিম দাসতি আরও বলেন, ‘প্রায় দেড় হাজার তালেবান সদস্য এখন আমাদের হাতে বন্দি। যুদ্ধে অনেক তালেবান নিহতও হয়েছে। পারিয়ান জেলাটি এখন তালেবানের কাছ থেকে মুক্ত করা হয়েছে। আটক তালেবান সদস্যদের সামনে আমাদের নীতি তুলে ধরে আহমাদ মাসুদ বক্তৃতা করবেন।’

পাল্টা টুইটে তালেবানের মুখপাত্র বেলাল কারিমি জানান, উপত্যকার ৭টি জেলার মধ্যে পাঁচটিই দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। শুধুমাত্র খিনজ ও উনাবাহ জেলা এনআরএফের দখলে রয়েছে। তালেবান যোদ্ধারা উপত্যকার কেন্দ্রের দিকে এগোচ্ছে বলে দাবি করেন তিনি।

barta24
যোদ্ধাদের সঙ্গে পানশিরের এনআরএফ বাহিনীর নেতা আহমাদ মাসুদ। ছবি: সংগৃহীত

এদিকে, পানশিরে হামলা বন্ধ করে তালেবানকে এনআরএফ নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগানিস্তানের বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে আফগানিস্তান দখলে নিলেও পানশিরে ঢুকতে পারেনি সোভিয়েত ইউনিয়নের সেনারা। সোভিয়েত শাসনের অবসানের পর তালেবানের প্রথম মেয়াদের শাসনকালেও পানশির তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এ সম্পর্কিত আরও খবর