নতুন সরকারের ঘোষণা শনিবার: তালেবান মুখপাত্র

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 23:32:49

আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা শনিবার (০৪ সেপ্টেম্বর) বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাবিউল্লাহ জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকারের কাঠামো ঘোষণা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার রাজনৈতিক কার্যালয়ের চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার নতুন সরকারের নেতৃত্ব দেবেন।

তালেবানের তথ্য ও সংস্কৃতি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেন, নতুন সরকার সম্পর্কে আলোচনা প্রায় চূড়ান্ত। মন্ত্রিসভা সম্পর্কে প্রয়োজনীয় আলোচনাও হয়েছে।

এদিকে পানশির দখলে নিতে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে।

এ সম্পর্কিত আরও খবর