পানশিরে তীব্র লড়াই, বহু তালেবান যোদ্ধা নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:33:25

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির প্রদেশে তালেবানের সঙ্গে বিরোধীদের তীব্র সংঘর্ষ চলছে। প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। সংঘর্ষে ৪৫০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিরোধীরা। এছাড়া ১৩০ যোদ্ধাকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) টুইট বার্তায় বিরোধী বাহিনীর মুখপাত্র ফাহিম দাশিতি জানান, বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে তালেবান যোদ্ধাদের সঙ্গে চার ঘণ্টার তীব্র লড়াই হয়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত বুধবারই পানশির ঘিরে ফেলে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তালেবান-বিরোধী বাহিনীকে আহ্বান জানিয়েছিলেন তালেবান নেতারা। এরপর থেকেই সেখানে সংঘাত চলছে। উভয়পক্ষই একে অপরের বহু যোদ্ধাকে হতাহত করার দাবিও করছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনা ভেস্তে যাওয়ার পর তালেবান যোদ্ধারা পানশির উপত্যকায় ঢুকেছে।

আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পানশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো তাদের নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পানশির।

এ সম্পর্কিত আরও খবর