‘আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের জবাব যুক্তরাষ্ট্রকে দিতেই হবে’

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 02:09:19

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।’ খবর পার্স-টুডের।

তিনি বলেন, ‘মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু নারী ও শিশু দুর্দশা বয়ে বেড়াচ্ছেন।’

স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘গত দুই দশক ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা মার্কিনিদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এসময়ে আফগানিস্তানে বহুসংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা, আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নিই, তাহলে দেখব যে, দেশটিতে মার্কিনবাহিনী ভয়াবহ রকম বিপর্যয় ঘটিয়েছে।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আফগান যুদ্ধ এ কথাই প্রমাণ দিচ্ছে যে, মার্কিনবাহিনী বিশ্বের যেখানে গেছে, সেখানে নিরাপত্তা দেয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে।’

এ সম্পর্কিত আরও খবর