আফগানিস্তানে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 17:13:23

আফগানিস্তানের মানবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিবৃতিতে আফগানিস্তান থেকে মার্কিন সকল সেনা প্রত্যাহার এবং ক্ষমতায় তালেবান পুরোপুরি আসীন হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে দেশটির অর্থনৈতিক, মানবিক এবং মৌলিক পরিষেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব দেশটিতে জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন । মঙ্গলবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবৃতিতে তিনি বলেন, এখন আগের চেয়ে আফগান শিশু, নারী ও পুরুষদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সংহতির প্রয়োজন। এসময় তিনি আফগান নাগরিকদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানেরও অঙ্গীকার করেন।

বিবৃতিতে আন্তেনিও গুতেরেস আরও বলেন, জাতিসংঘের সকল সদস্য দেশকে আফগানিস্তানের মানুষের এই প্রয়োজনের সময়ে সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আফগানিস্তানের জন্য জাতিসংঘের বর্তমান ১৩০ কোটি ডলারের মানবিক সহায়তা আবেদনের মাত্র ৩৯ শতাংশ হাতে পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর