কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১৭৫

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:32:19

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে বোমা হামলার ঘটনা ঘটে। আইএস এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের হত্যা করতে তারা হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দরের বিস্ফোরণ দু’টি ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি জানান, সেখানে ৪০০ থেকে ৫০০ মানুষের জটলা ছিল। তারা সবাই আফগান ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন৷ মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা যায়।

barta24

জানা গেছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরের পাশে ক্যাম্প করেছিলেন অসংখ্য মানুষ। সেখানে জটলা করে বৃহস্পতিবারও কাবুল ছাড়ার অপেক্ষায় ছিলেন তারা। জটলার মধ্যেই হঠাৎ বিকট শব্দে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, কাবুর বিমানবন্দরে হামলার একদিন পরই আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) এ হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর দাবি—ওই হামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) একজন সদস্য নিহত হয়েছেন, যিনি কাবুল বিমানবন্দরে প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলার অন্যতম একজন ‘পরিকল্পনাকারী’। তবে তার নাম জানায়নি মার্কিন বাহিনী।

কাবুলে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘যারা কাবুলে মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।’ বাইডেনের এমন হুশিয়ারির একদিন পরই ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এ সম্পর্কিত আরও খবর