কাবুল বিমানবন্দরে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 11:49:38

নিরাপত্তা হুমকির কারণে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২১ আগস্ট) জারিকৃত এক নিরাপত্তা সতর্কতায় এ পরামর্শ দিয়েছে আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, কাবুল বিমানবন্দরের ফটকে বিশাল জনসমাগম হয়েছে। তাই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে বিমানবন্দরে ভ্রমণ এড়াতে বলেছে।

যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ নয় যে কাবুল বিমানবন্দরের বাইরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরের আশপাশের পরিস্থিতি গত কয়েক ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। বাইরে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে, তাই কাবুল ছাড়ার জন্য নির্ধারিত সুইস ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জার্মান সরকার হুঁশিয়ারি দিয়েছে যে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং বিমানবন্দরে প্রবেশ প্রায়ই অসম্ভব।

বিমানবন্দরে কী ঘটছে তার সঠিক বিবরণ এখনও অস্পষ্ট।

কিন্তু স্কাই নিউজের প্রধান সংবাদদাতা স্টুয়ার্ট রামসে বিমানবন্দরের পরিস্থিতিকে সবচেয়ে খারাপ বলে বর্ণনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর