সরকার গঠন করতে কাবুলে তালেবান নেতা মোল্লা বারাদার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-13 03:18:04

আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে পৌঁছেছেন সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার।

শনিবার (২১ আগস্ট) তালেবানের এক জ্যেষ্ঠ নেতা বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোল্লা বারাদার জিহাদি নেতা ও আফগান রাজনীতিবিদদের সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গড়ার বিষয়ে আলোচনা করবেন।

প্রায় ১০ বছর নির্বাসন শেষে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবানের সহপ্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান। বিবিসির দেওয়া তথ্য অনুসারে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধানও তিনি। দোহায় তালেবান বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সে কাজে জড়িত ছিলেন বারাদার। মঙ্গলবার দেশে ফিরে তিনি প্রথমে কান্দাহারে যান।

এ সম্পর্কিত আরও খবর