পাঁচ দিনে কাবুল বিমানবন্দরে নিহত ১২

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 02:52:27

সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান কাবুল দখলের পর এখন পর্যন্ত বিমানবন্দর ও আশপাশে ১২ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা গুলিতে অথবা পদদলিত হয়ে মারা গেছেন।

তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানান ।

বিমানবন্দরে থাকা লোকজনের কাউকে ‘আঘাত করতে চায় না’ বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) তালেবান জানিয়েছে, নিহতরা গুলিতে কিংবা পদদলিত হয়েই মারা গেছেন। সাধারণ মানুষদের ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

কাবুল বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৮ হাজার মানুষ দেশ ত্যাগ করেছে। তবে তালেবানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আফগানিস্তান ছাড়তে বাধা দিচ্ছে গোষ্ঠীটি।

এ সম্পর্কিত আরও খবর