চারদিক থেকে কাবুলে ঢুকছে তালেবান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 03:58:27

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান সশস্ত্র গোষ্ঠী। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তালেবানরা চারদিক থেকে কাবুলে প্রবেশ শুরু করেছে। 

এর আগে আনাদোলু এজেন্সি জানিয়েছে, তালেবান সশস্ত্র গোষ্ঠী কাবুলে প্রবেশ করার সাথে সাথে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে গুলির শব্দ শোনা গেছে।

রোববার (১৫ আগস্ট) বিনা যুদ্ধে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল নেওয়ার কয়েক ঘণ্টা মধ্যে কাবুলে প্রবেশ শুরু করে তালেবানরা।

আফগান কর্মকর্তারা জানান, জালালাবাদ শহর দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংযোগ সড়কের দখলও তালেবানের হাতে গেছে।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দূতাবাসের কর্মী ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আরও সেনাসদস্য পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই অভিযানে তালেবানের পক্ষ থেকে কোনো বাধা এলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর