বিনা যুদ্ধে জালালাবাদ তালেবানের দখলে, বিচ্ছিন্ন কাবুল

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 12:01:47

বিনা যুদ্ধে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে তালেবান সশস্ত্র গোষ্ঠী। এর ফলে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী কাবুল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

রোববার (১৫ আগস্ট) সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগের দিন আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ দখলে নেয় তালেবান। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ওপর প্রেসিডেন্ট আশরাফ গনির নিয়ন্ত্রণ আরও সীমাবদ্ধ হয়ে পড়ে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তালেবানরা আজ সকালে বিনা যুদ্ধে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখল করে নিয়েছে। এখন বড় শহরের মধ্যে শুধু রাজধানী কাবুল সরকারের নিয়ন্ত্রণে আছে।

জালালাবাদ দখলের পর তালেবানরা সেখানকার গভর্নরের কার্যালয়ে তাদের উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।

সেখানকার এক অধিবাসী আহমাদ ওয়ালি বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'আমরা ঘুম থেকে ওঠার পর সারা শহরে তালেবানদের পতাকা দেখতে পাই। তারা যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে।'

আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যেতে শুরু করার পরই তালেবান দেশটির প্রায় সব প্রাদেশিক রাজধানীগুলো দখল করে ফেলেছে।

এ সম্পর্কিত আরও খবর