ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ২৯ জনের মরদেহ উদ্ধার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:32:30

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন আরও ৫০ জন।

রোববার (০৪ জুলাই) সকালে ৯২ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ফিলিপাইন বিমান বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, সি-১৩০ মডেলের উড়োজাহাজটি জোলো দ্বীপে অবতরণের সময় একটি ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়।

উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানায় বাহিনীটি।

দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছে। বেঁচে যাওয়া লোকজনকে কাছের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে বেশ কয়েকটি বিল্ডিংয়ের কাছাকাছি বনের মধ্যে উড়োজাহাজটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর