ট্রাম্পের আইনি তহবিলে লিন্ডির ৫ লাখ ডলার অনুদান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:32:12

দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডি গ্রাহাম ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার আইনি তহবিলে ৫ লাখ ডলার অনুদান দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে তিনি এই তহবিল হস্তান্তর করবেন।

এর আগে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম অনুদানের ঘোষণা করেছিলেন। সাক্ষাৎকারকালে গ্রাহাম অনুষ্ঠানটির উপস্থাপক শান হ্যানিটিকে বলেন যে তিনি 'রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে আছেন' কারণ 'তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন'।

তিনি বলেন, 'ট্রাম্পের কারণেই আমরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব। নির্বাচনের মাঠে আমরা অপ্রতিরোধ্য। তিনি সিনেট রিপাবলিকানদের সহায়তা করেছিলেন'।

গ্রাহাম আরো বলেন, 'আমি আজ রাতেই রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতিরক্ষা আইনি তহবিলে ৫ লাখ ডলার অনুদান দিচ্ছি'।

এদিকে, গ্রাহামের এই ঘোষণায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ট্রাম্পপুত্র এরিক ট্রাম্প। তিনি অনুদানের জন্য গ্রাহামকে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, লিন্ডি গ্রাহাম একজন ভালো মানুষ! মেরুদণ্ড হয়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ! এই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করুন!

এ সম্পর্কিত আরও খবর