মিশিগানে ট্রাম্পের 'ভোট গণনা স্থগিত' মামলা খারিজ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-10 17:20:04

মিশিগানে ভোট গণনা স্থগিত চেয়ে ট্রাম্পের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। দেরি করে মামলা দায়ের ও ভুল কর্মকর্তাকে বিবাদী করায় মামলাটি খারিজ করা হয়েছে বলে জানান রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেনস।

প্রার্থীর নির্বাচনী প্রচার কর্মকর্তারা যুক্তি দেন, গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত। তবে ভোট গণনায় হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই বলে জানান এই বিচারক।

যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে 'মার্কিন জনগণের সাথে এক জালিয়াতি' উল্লেখ করে ভোট বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। কিন্তু পরিকল্পিত জালিয়াতির এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- কে জয়ী হবেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। এই প্রশ্নের উত্তরে ৩ নভেম্বর নির্বাচন শেষ হওয়ার পর ৪ নভেম্বর রাতেও ভোট গণনা সম্পন্ন হইনি। প্রাথমিক সমীক্ষায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি একবারে জয়ের কাছাকাছি।

অন্যদিকে পিছিয়ে পড়ে পুনরায় ভোট গণনার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরআগে আদালতেও যাবেন বলে ঘোষণা দিয়েছেন। মোট কথা হারার আগে হারতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত ফলাফলে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ২৭০ ইলেকটোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

জর্জিয়া (১৬), নেভাডা (৬), নর্থ ক্যারোলিনা (১৫) আর পেনসিলভেনিয়া (২০) এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ভোট গণনা এখনও বাকি। রাজ্যগুলোতে দুই প্রার্থীর তুমুল লড়াই চলছে। নেভাডার ৬টি ইলেকটোরাল ভোট পেলেই জয়ের টিকিট পাবেন বাইডেন, অন্যদিকে ২য় মেয়াদে ক্ষমতায় আসার লড়াই থেকে ছিটকে যাবেন ট্রাম্প।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, এর মধ্যে নেভাদা অঙ্গরাজ্যের ৮৮ শতাংশের বেশি ভোট গণনা শেষ। এই অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন বাইডেন। তিনি ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন, বিপরীতে ট্রাম্পের ভোট ৪৮ দশমিক ৭ শতাংশ। জর্জিয়ায় ট্রাম্পের থেকে একটু পিছিয়ে বাইডেন। এখানে ট্রাম্প ৪৯ দশমিক ৬ শতাংশ, বাইডেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছেন। তবে পেনসিলভেনিয়া ব্যবধান এখনও ২ শতাংশের বেশি।

করোনাভাইরাসে থাবায় বিধ্বস্ত আমেরিকায় নির্বাচনী প্রচারণা শুরু থেকে সমীক্ষা পিছিয়ে ছিলেন ট্রাম্প। বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা, করোনায় আড়াই লাখের বেশি মানুষের মৃত্যু, বর্ণবাদসহ নানা বিষয়ে কোনঠাসা ছিলেন ট্রাম্প। তাই নির্বাচনে তার হারের বিষয়টা একবারেই অপ্রত্যাশিত নয়, বরঞ্চ সমানে-সমানেই লড়াইটাই প্রত্যাশিত ছিল না।

এ সম্পর্কিত আরও খবর