এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, পূরণ হচ্ছে শেষ ইচ্ছে

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-23 11:51:18

বরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। এই তথ্য নিশ্চিত করে প্রয়াত এই শিল্পীর বোন জামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, ‘বুধবার (৮ জুলাই) এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। তবে শিল্পীর মেয়ে সংঘার ফিরতে দেরি হচ্ছে। তিনি ফিরবেন আগামী ১৪ জুলাই। তার ফেরার পরপরই ধর্মীয় আচার মেনে শিল্পীকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হবে।’

ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে তাঁর মরদেহ। তবে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে।’

এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছে পূরণ করা হচ্ছে জানিয়ে প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, “২০১৭ সালের ১ নভেম্বর বিশেষ প্রার্থনা দিবসে মানে যেদিন সারা বিশ্বে আমাদের ধর্মের অনুসারীরা মৃতদের সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করে, সেদিন রাজশাহীর গ্রেভএয়ার্ডে বা গোরস্থানে গিয়ে সপরিবারে প্রার্থনায় অংশ নিয়েছিলাম। তখন আমার কাছে এগিয়ে এসে তিনি (এন্ড্রু কিশোর) বলেছিলেন- ‘দাদা, পৃথিবীর যেখানে আমি মারা যায়, অবশ্যই আমাকে রাজশাহীর এই গ্রেভএয়ার্ডে মায়ের সমাধিস্থলে রাখবেন। দূরে রাখবেন না। তার শেষ ইচ্ছে অনুযায়ী তাঁকে সমাহিত করা হবে বাবা-মায়ের সমাধিস্থলে।’

ছেলে সপ্তক ও মেয়ে সংঘার সঙ্গে এন্ড্রু কিশোর

এন্ড্রু কিশোরের করোনা টেস্ট করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, ‘যেদিন সিঙ্গাপুর থেকে তাঁকে দেশে আনা হয়। তার আগের দিন সেখানে করোনা টেস্ট করানো হয়। পরে ঢাকায় এসে একদিন ছিলেন। এরপর রাজশাহী চলে আসেন। এজন্য সবমিলিয়ে আমরা তার করোনা টেস্ট করানোর প্রয়োজন মনে করছি না।’

এন্ড্রু কিশোরের সংগীত প্রশিক্ষণ, স্কুল ও কলেজের বন্ধু রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘এন্ড্রু কিশোর সবসময় বলতেন তিনি যেন রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। রাজশাহীতে তার মায়ের সমাধিস্থলে যেন অনন্তকাল শান্তিতে ঘুমাতে পারেন। বিদেশ থেকে ফিরে ঢাকায় না থেকে তাই তিনি সোজা রাজশাহীতে চলে এসেছিলেন। ফলে তাঁর সেই ইচ্ছে যেন পূরণ হলো।’

তিনি বলেন, ‘শিল্পীরা খুব আবেগী হয়ে থাকেন। এন্ড্রুও এর ব্যতিক্রম ছিলেন না। শেষ বেলায় কিছুটা অভিমান জমেছিল তার। তবে একেবারে শেষ সময়ে আবার সেই অভিমান ভেঙে গিয়েছিল। আমরা বন্ধুরা কথা বলতে পেরেছি।’

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। পরে রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এ সম্পর্কিত আরও খবর