যুক্তরাষ্ট্রের লেইস চিপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল (১৩ নভেম্বর) উত্তরায় তিনি পণ্যটির ফটোশুট ও বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এটি পরিচালনা করেছেন চাঁদ আবুল খায়ের।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, লেইস চিপস প্রথমবার বাংলাদেশে কাজ করছে। লেইস এর সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। ইন্টারন্যাশনাল লেভেলের একটি ব্রান্ডের সাথে কাজ করতে পেরে গর্বিত।
১৯৩২ সালে বাজারে আসে লেইস। বর্তমানে লেইস পেপসিকোর অধীনে একটি কোম্পানি।