‘মিশন ইমপসিবল’ দেখে হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা পরিচালকের

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-22 16:26:36

হলিউড অভিনেতা টম ক্রুজ যতই সুপারহিট সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করুন না কেন, ‘মিশন ইমপসিবল’ ফ্রাঞ্চাইজি আজীবনের জন্য তার ট্রেড মার্ক হয়েই থাকবে। অ্যাকশন, থ্রিলার, অবিশ্বাস্য সব স্টান্টে ভরা এই ফ্রাঞ্চাইজির সিনেমাগুলো বরাবরই ভক্তরা পছন্দ করে। টম ক্র্রুজের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছিল, এই সিনেমার ইথান হান্টের চরিত্রের মাধ্যমেই। তাই অভিনেতা আর প্রযোজকরা একেরপর এক সিনেমা বানিয়ে গেছেন। সেই ধারাবহিকতায় ফ্রাঞ্চাইজিরই লেটেস্ট সিনেমা ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ এখন মুক্তির অপেক্ষায়।

অভিনেতা টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি / ছবি: সংগৃহীত

মেকার্সদের মতে এটাই ফ্রাঞ্চাইজির শেষ কিস্তি। তাদের দাবি, এই সিমেনায় ভক্তদের জন্য থাকবে বিশাল সব চমক। এমনকি পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি তো নিজের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে, অবাক করা এক মন্তব্যই করে বসলেন। অ্যাম্পায়ারের সাক্ষাৎকারে তিনি বলেন, ছবিটি দেখে নাকি তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল! 

মূলত সিনেমার কাজ সঠিকভাবে সম্পন্ন করেছেন বলেই মনে করছেন পরিচালক ম্যাককুয়ারি। সিনেমার স্ক্রিন টেস্টিংয়ের সময় আসন্ন সিনেমাটির ছোট একটি প্রদর্শনী হয়। সেটা দেখার বিষয়ে পরিচালক ‘পুরোটা সময় দম বন্ধ হয়ে আসা’র কথা বলেন। অর্থাৎ, প্রশংসা করেই ইতিবাচকভাবে হার্ট অ্যাটাকের কথাটি রূপক হিসেবে ব্যবহার করেছেন পরিচালক।  

‘মিশন ইমপসিবল’ ফ্রাঞ্চাইজিতে ইথান হান্ট চরিত্রে টম ক্রুজ / ছবি: সংগৃহীত

সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ মে। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ডেড রেকনিং’-এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। ইথান হান্ট চরিত্রে টম ক্রুজকে দেখা যাবে ভয়ংকর এক শত্রুর মুখোমুখি হতে। তারকাবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগসহ আরও অনেক তারকা।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর