ব্লেক-রেনল্ডস দম্পতির বিরুদ্ধে কেন মামলা করলেন জাস্টিন

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-21 19:43:39

মার্কিন তারকা জাস্টিন ব্যালডোনি এবং ব্লেক লাইভলির দ্বন্দ্ব নিয়েছে নতুন মাত্রা। ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় অভিনয় করা নিয়ে প্রথমে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। একে অপরের বিরুদ্ধে অপেশাজীবী আচরণের অভিযোগ আনেন তারা। ব্যাপারটি গড়ায় আদালত পর্যন্ত। কর্মক্ষেত্রের সেই বিরোধিতা এখন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে ঠেকেছে।

অভিনেত্রী ব্লেক লাইভলি এবং তার স্বামী রায়ান রেনল্ডসের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন জাস্টিন ব্যালডোনি। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিউ ইয়র্কের ফেডেরাল ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা ফাইল করা হয়। মূলত এইসব ঝামেলা শুরু হয় গত বছর আগস্টে প্রকাশিত জাস্টিন এবং ব্লেক অভিনীত ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমা সেট থেকে।

ইট এন্ডস উইথ আস’ সিনেমার শ্যুটিং / ছবি সংগৃহীত

জাস্টিন বলেন, ‘ব্লেকের সঙ্গে সিনেমার শ্যুটিং চলাকালেই নানাকারণে মতবিরোধিতা হতে থাকে। সেই কারণেই ব্লেক চাইতেন আমার ইমেজ নষ্ট করতে। ব্লেক ইচ্ছাকৃতভাবে মজার ছলে বলা কথাকেও অভিযোগপত্রে গুরুতর ভাবে উপস্থাপন করেছেন। এছাড়া ব্লেকের স্বামী রায়ান তার গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমায় আমার লুকের হাস্যরসাত্মক ব্যবহার করেছেন।’

‘ডেডপুল এন্ড উলভারিন’ সিনেমায় নাইসপুল চরিত্রটির মাধ্যমে জাস্টিনের চেহারাকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাস্টিন। এছাড়া ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমা প্রচারের পর জাস্টিনের নামে মিথ্যা মামলা করে তাকে বদনাম করার চেষ্টা করেছে ব্লেক। এমনকি তার নামে ৮০ পৃষ্ঠার লিখিত অভিযোগ আদালতে জমা দিয়েছেন ব্লেক। নিউ ইয়র্ক টাইমের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন জাস্টিন। 

জাস্টিন অভিযুক্ত ‘ডেডপুল এন্ড উলভারিন’ সিনেমায় নাইসপুল চরিত্র ও জাস্টিন ব্যালডোনি / ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ব্লেক লাইভলি ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে একটি অভিযোগ করেন। ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। সিনেমার অভিনেতা ও পরিচালক জাস্টিন ব্যালডোনি এবং প্রযোজক জেমি হিথের বিরুদ্ধে একাধিক আপত্তিকর আচরণের অভিযোগ আনেন ব্লেক।

ব্লেক উল্লেখ করেন, তার ওজন নিয়ে আপত্তিকরভাবে কথা বলেন জাস্টিন। জোর করে চুম্বন করা এবং সিনেমার দৃশ্য ধারণের সময় ঘনিষ্ট দৃশ্যের অযাচিত ব্যবহার করা হয়েছে। এমনকি দৃশ্য সম্পর্কে আলোচনা করার সময় অন্য নারীদের যৌন ভিডিও দেখিয়েছেন জাস্টিন-এরকম অভিযোগ এনে ৮০ পৃষ্ঠার অভিযোগপত্র তৈরি করা হয়। এরপর জাস্টিন এবং হিথের দিক থেকে এর জবাবে জানানো হয়, সব অভিযোগই মিথ্যা। সেই থেকেই দ্বন্দ্ব গুরতর হতে থাকে।

 ব্লেক অভিযুক্ত চুম্বন দৃশ্য / ছবি সংগৃহীত

জাস্টিন বলেন, তার কোমড়ে চোট আছে। ডাক্তার বেশি ভারী জিনিস বহন করতে না করেছেন। একটি দৃশ্যে ব্লেককে কোলে তুলতে হতো বিধায় জাস্টিন তার ওজন জিজ্ঞেস করেছিলেন। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ব্লেক চাইছিলেন সিনেমার ক্রিয়েটিভ টিমে তার নাম যোগ করা হোক। তা করা হয়নি, সেই ক্ষোভ থেকেই জাস্টিন এবং হিথের সংস্থাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।  

অন্যদিকে প্রযোজক হিথ তার স্ত্রীর সন্তান প্রসবের একটি ভিডিও ব্লেককে দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বইয়ের থেকে সিনেমায় ব্লেকের লিলি চরিত্রের সন্তান প্রসবের দৃশ্যটিতে কিছুটা ভিন্নতা আসুক। তাছাড়া সিনেমায় প্রযোজক বা নির্মাতা হিসেবে দায়িত্বপ্রাপ্ত না থাকলেও, ব্লেক অনেক জায়গায় নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছেন। যেমন, সিনেমায় ব্লেকের চরিত্র ‘লিলি’র পোশাক বাছাই ব্লেক নিজে করেছেন, মূল বইয়ের গল্পের সঙ্গে যা কিছুটা বেমানান মনে করেছেন নেটিজেনরা। তাই ‘ইট এন্ডস উইথ আস’ গল্পের পাঠকরাও কিছুটা নাখোশ হয়েছেন।

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার দৃশ্যে ব্লেক ও জাস্টিন  / ছবি সংগৃহীত

এভাবেই দুই তারকার মধ্যে মারাত্মক কলহের সৃষ্টি হয়েছে। দুই পক্ষই একে অপরের ব্যাপারে অভিযোগ ও মামলা করছেন। ভক্তরাও এই ব্যাপারটি নিয়ে বেশ চিন্তিত। অথচ বিখ্যাত এই উপন্যাসের গল্পে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির এই অবধি বিশ্বব্যাপি আয় ৩৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এখন এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে হয়, সেটাই দেখার বিষয়।     

   

এ সম্পর্কিত আরও খবর