গতকাল ১৯ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত রিয়েল লিংকি মিউজিক চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড শোতে টিভি অভিনেত্রী ও মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
তার একদিন পর অর্থাৎ আজ সোমবার দুপুরে ওই অ্যাওয়ার্ড শো-এর সাজের কিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেই পোস্টে তিনি মনে করিয়ে দিলেন যে, সব ধরণের কাজের জন্য তিনি সেরা ও যোগ্য।
আশনা হাবিব ভাবনা লিখেন, নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য। আমি যোগ্য, সেরাটা পাওয়ার জন্য উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে অভিনয়ের আগে নিজেকে বলি।’
মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম নাটকে অভিনয় শুরু করেন আশনা হাবিব ভাবনা। ‘আমাদের নুরুল হুদা’ নামের সেই নাটকটিই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাঝে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। এরপর ‘লাল মোরগের ঝুঁটি’, ‘যাপিত জীবন’ (নির্মাণাধীন), ‘দামপাড়া’ (মুক্তির অপেক্ষায়), ‘পায়েল’ (নির্মাণাধীন) ছবিতে অভিনয় করেন।