বাবা হলেন ‘সুপারম্যান’খ্যাত হেনরি ক্যাভিল

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-20 15:32:25

বাবা হয়েছেন ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ৪১ বছর বয়সী অভিনেতা হেনরি ক্যাভিল। তার প্রেমিকা নাটালি ভিসকুসো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে পিপল ম্যাগাজিনকে জানিয়েছে একটি সূত্র। তবে সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের এপ্রিলে ক্যাভিল ঘোষণা করেছিলেন যে, তিনি ও ভিসকুসো তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।

তিনি সেই সময় দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার-এর নিউইয়র্ক প্রিমিয়ারে অ্যাক্সেস হলিউডকে বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দুজনেই খুব উচ্ছ্বসিত। আশা করি, এর আরও অনেক কিছু আপনি সামনে দেখতে পাবেন।’

হেনরি ক্যাভিল ও তার প্রেমিকা নাটালি ভিসকুসো

এরপর, ক্যাভিল ফাদার্স ডে-তে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছ থেকে প্রথম সন্তান আসার আগে পিতৃত্বের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।

ক্যাভিল ও নাটালি ভিসকুসো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০২১ সালের এপ্রিলে। তারা তখন একটি দাবা খেলার সময় তোলা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

ভিসকুসো সেই পোস্টে লিখেছিলেন, ‘হেনরিকে কিছু দাবা খেলা শেখাচ্ছিলাম... অথবা... হয়তো সে আমাকে জিততে দিয়েছে?’

‘সুপারম্যান’ চরিত্রে হেনরি ক্যাভিল

এ সম্পর্কিত আরও খবর