বছর পাঁচেক ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মেধাবী অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল যে, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার অভিনেত্রী নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন।
আজ (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আজ সকালে ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
তার এই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।
ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।
জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম থেকে পরিণয়।