বর্তমান প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় কিয়ারা আদভানি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন মুম্বাই শোবিজে। এ বছর কিয়ারার একে একে ৪টি সিনেমা মুক্তি পাবে। তাই ২০২৫, এই বছরটা হতে যাচ্ছে কিয়ারাময়, তা বলাই বাহুল্য। বলিউড থেকে দক্ষিণ, বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোতেই নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারাকে।
২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত একটি চলচ্চিত্র ‘গেম চেঞ্জার’। এটি একটি তেলেগু রাজনৈতিক থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন এস শঙ্কর এবং ২০২৫ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পেতে চলেছে। এতে রাম চরণের বিপরীতে কিয়ারাকে দেখা যাবে। এরই মধ্যে সিনেমার টিজার এবং গানগুলোও ব্যাপক সাড়া ফেলেছে।
কিয়ারার আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে কন্নড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা যশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই সিনেমাটি পরিচালনা করছেন।
এই চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। এতে কিয়ারাকে প্রথমবারের মতো যশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করতে চলেছে।
দক্ষিণের দুই বিগ বাজেটের সিনেমা ছাড়াও কিয়ারাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমায়। হৃতিক রোশনের ‘ওয়ার ২’তে নাম লিখিয়েছেন অভিনেত্রী। যশ রাজ ফিল্মসের ‘ওয়ার’ ছিল একটি বড় হিট সিনেমা।
এ সিনেমায় অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও টাইগার শ্রফ। এটি স্পাই ইউনিভার্সের একটি অংশ ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার আবারও নির্মিত হতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘ওয়ার ২’। এবার হৃতিকের সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর। সঙ্গী হবেন কিয়ারা আদভানিও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।
এরপর বলিউডের আরেক বিগ বাজেটের ফ্র্যাঞ্চাইজি ফিল্মে দেখা যাবে কিয়ারাকে। রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’ চলচ্চিত্রে অভিনয় করছেন কিয়ারা।
নির্মাতা ফারহান আখতার সিনেমাটিতে কিয়ারার অন্তর্ভূক্তির তথ্য নিশ্চিত করেন। এই চলচ্চিত্রটিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পর ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে রণবীর সিং অভিনয় করতে চলেছেন। এটি ২০২৫ সালের সবচেয়ে আলোচিত মুক্তি হতে চলেছে বলে আশা করা হচ্ছে।