না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ করেছিলেন একাধিক প্রোজেক্টে। এমনকি গত সপ্তাহে (১৪ ডিসেম্বর) নিজের ৯০ তম জন্মদিন পালন করেন পরিবারের মানুষদের নিয়ে।
সেই মানুষটিরই এবার থামল তার জীবনযুদ্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তার।
বাংলাদেশের দর্শক আগে তাকে যতোটা না চিনতো তারচেয়ে বহুগুণ বেশি চিনেছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি করার সময়।
বলিউডের আর্ট ঘরানার ছবির প্রবক্তা বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসিরউদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো জাদরেল অভিনয়শিল্পী।
শুধু আর্ট ঘরানা নয়, বানিজ্যিক ধাচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন। জীবনঘনিষ্ট গল্প, গভীর মানবিকবোধ ও সুক্ষ আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায়। চলচ্চিত্রশিল্পে অসামাণ্য অবদানের জন্য ১৮৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
শ্যাম বেনেগাল প্রসিদ্ধ তার আইকনিক ক্ল্যাসিক সিনেমা ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘মাম্মো’, ‘সর্দারি বেগম’, ‘জুবায়েদা’র জন্য।
তথ্যসূত্র: ফিল্মফেয়ার