ফারিণ বললেন, ‘আমার কপালটাই খারাপ’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-10 15:28:23

‘আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্র চাই’ নামের একটি ছবির কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই-ই হতে চলেছে’ এই কথাগুলো গণমাধ্যমে বলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

খোলাসা করা যাক, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ফলে ফারিণ পড়েছেন দারুণ দুশ্চিন্তায়। কারণ কলকাতায় তার ছবির শুটিং হওয়া কথা শিগগিরই।

দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে ফারিণ চুক্তিবদ্ধ হয়েছেন সে খবর এরইমধ্যে এসেছে গণমাধ্যমে। অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটির শুটিং করার কথা আগামী নভেম্বর থেকে। এখন সেই ছবিটির কাজ তিনি আর করতে পারবেন কি না তা নিয়েই চিন্তিত ফারিণ।

দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামের ছবিটি করার কথা ফারিণের

তিনি বলেন, ‘এখন থেকেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা। এ জন্য শিগগির কলকাতায় যেতে হবে; কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এদিকে, নভেম্বরের মধ্যেই প্রস্তুতি নিয়ে ছবির কাজ শুরু করা না গেলে ছবিটি আর নাও করা হতে পারে। এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত।’

ফারিণ আরও বলেন, ‘কারণ ওই সময়ে শুটিং শুরু না হলে ছবির মূল শিল্পী মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না। এরপর থেকে টানা এক বছর তারা অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকবেন। এ কারণে শুটিং পেছনেও যাবে না। তা ছাড়া এ ছবিটির কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং হওয়ার কথা আছে। তাই ভিসা যদি সঠিক সময় না পাই, তাহলে এ কাজ ছেড়ে দিতে হবে।’

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

দেবের বিপরীতে ছবিটির সুযোগ পাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘‘কলকাতায় কাজ শুরু করি অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবিটি দিয়ে। ওই ছবিতে অভিনয় করে দর্শক প্রশংসা পেয়েছি, ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছি। ওই সময়ই প্রযোজকের সঙ্গে এ কাজটি নিয়ে কথা হয়েছিল। গল্প শুনে তখনই কাজটি চূড়ান্ত করে এসেছিলাম।’

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে চুপ থাকার জন্য ফারিণকে বেশ কটাক্ষ সইতে হয়েছে। যদিও পরে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের দুর্বলতা স্বীকার করে ক্ষমা চান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘যারা আন্দোলন করেছেন, তারা রাজনৈতিক বিষয়ে হয়তো অতটা পরিপক্ব না। এখন তাদের আন্দোলনের সফল বাস্তবায়নের জন্য ভালো অভিভাবক বেশি গুরুত্বপূর্ণ।’

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

ফারিণ অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’ গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি সেভাবে ব্যবসা না করলেও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাজ্যে ‘২৫তম রেইনবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি পুরস্কারও জিতেছে। এর আগে ইরানে ফজর চলচ্চিত্র উৎসবেও ছবিটিতে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স’ পুরস্কার পেয়েছেন ফারিণ। আরও বেশ কয়েকটি উৎসবে অংশ নেবে সিনেমাটি।

ওটিটি প্ল্যাটফর্ম ব্রিঞ্জে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’ মুক্তি পাওয়ার কথা।

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

এ সম্পর্কিত আরও খবর