জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত জীবনের ৩ দশক উদযাপন উপলক্ষ্যে আগামীকাল (২৪ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’। এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তার ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এ উদ্যোগের আয়োজক ও জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগি হিসেবে আছে আজব রেকর্ডস।
বাপ্পা মজুমদার বার্তা২৪.কমকে বলেন, ‘গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তবে শ্রোতাদের সময় নিয়ে অনেক গান শোনানোর সুযোগ হরহামেশা পাই না। সেদিক দিয়ে এমন আয়োজন খুবই প্রশংসার দাবিদার। প্রিয় গানগুলো গাইবার সুযোগ হবে। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন ‘