এ মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। ইতিমধ্যে তার বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের সকল আনুষ্ঠানিকতার প্রস্তুতি। অতিথিদের বাড়িতে পৌঁছে গেছে বিয়ের কার্ডও। তার আগেই চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো ছোট ও বড়পর্দার এই অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পা মচকে যাওয়ায় ৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো অঙ্কিতা লোখাণ্ডেকে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছে চিকিৎসকরা।
গত সপ্তাহেই প্রেমিক ভিকি জৈনের বাড়িতে প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য হাজির হয়েছিল অঙ্কিতা ও তার পরিবার। দুই পরিবারের সদস্যদের নিয়ে পুজায় ভাগ নিতে দেখা যায় তাকে। মহারাষ্ট্রের সাবেকি সাজে সেদিন দেখা গিয়েছিল তাদের। মাথায় বাঁধা ছিল মুন্ডাভালিয়া।
আগামী ১২ ডিসেম্বর হবে ভিকি-অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান। সেদিন সন্ধ্যায় বাগদান। ১৩ ডিসেম্বর গায়ে হলুদ। একইদিন সন্ধ্যায় বসবে সঙ্গীতের আসর। পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর সকালে বিয়ে এবং বিকেলে রিসেপশন হবে তাদের।