তোমাকে খুব মনে পড়ে সুশান্ত

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:50:47

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সারা আলি খান। যেখানে তার বিপরীতে ছিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। আজ ছবিটি মুক্তির তিন বছর পূর্ণ করলো। ২০১৮ সালে আজকের এই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি।

‘কেদারনাথ’র মুক্তির তিন বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন সারা আলি খান। যেখানে তিনি লিখেছেন, “আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়ার তিন বছর। আমি একজন অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছিলাম, আর আমার প্রথম ও জীবনের সবচেয়ে বিশেষ সিনেমা মুক্তি পেয়েছিল। আমি জানি না, কখনও বুঝিয়ে বলতে পারব কি না, ‘কেদারনাথ’র গুরুত্ব আমার কাছে কতখানি… ওই জায়গা, ওই ছবি, ওই স্মৃতি।’

এরপর সহশিল্পী ও প্রেমিক সুশান্তকে স্মরণ করে সারা আলি খান আরও লিখেছেন, “সুশান্তের নিস্বার্থ সাহায্য, অটুটভাবে পাশে থাকা, সবসময় সঠিক পথ দেখানো এবং সহানুভূতিশীল উপদেশ ছাড়া মুক্কু (সারা আলি খানের চরিত্রের নাম) আপনাদের হৃদয় ছুঁয়ে যেতে পারত না। তোমাকে খুব মনে পড়ে সুশান্ত।’

একইসাথে ছবির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে কাস্টিং ডিরেক্টর সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাইফ কন্যা।

 
 
 
View this post on Instagram

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সারা আলি খান এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘আতরাঙ্গি রে’ ছবির কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমার ও দক্ষিণী তারকা ধানুশকে।

এ সম্পর্কিত আরও খবর