তাদের প্রেম কাহিনির শুরুটা হয়েছিলো ২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ ছবির সেট থেকে। এরপর পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। কথা হচ্ছে- তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে।
রোববার (১৪ নভেম্বর) ছিলো এই তারকা দম্পতির তৃতীয় বিবাহবার্ষিকী। শহুরে কোলাহল থেকে দূরে উত্তরাখণ্ডে নিরিবিলিতে এই বিশেষ দিনটা কাটিয়েছেন দীপবীর।
তৃতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শেয়ার করেছেন রণবীর সিং। যেখানে কখনও স্ত্রীর সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে, আবার কখনও স্ত্রীর কপালে চুমু দিতে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে।
তারকা দম্পতির রোম্যান্টিক ছবি মুগ্ধ করেছে সকলকে।
রণবীর-দীপিকা এখন ব্যস্ত আছেন তাদের আসন্ন ছবি ‘৮৩’ নিয়ে। সব ঠিক থাকলে এ বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।