ফের একবার স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। স্বামীর হাতে নির্যাতিত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পুনম।
স্বামীর হাতে পুনমের নির্যাতিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্যাম বম্বেকে গ্রেফতার করেছেন পুলিশ।
করোনা পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন পুনম পাণ্ডে। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবিও। তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম।
গোয়া পুলিশের কাছে পুনম জানিয়েছিলেন, স্যাম বম্বে নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি মেঝেতে শুইয়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন সেসময়।