একের পর এক অর্জন করেই যাচ্ছেন কঙ্গনা রনৌত। নানা রকম সব বিতর্কিত মন্তব্যের কারণে সবসময় বিতর্কিত হলেও, দারুণ অভিনয়ের সুবাদে এরইমধ্যে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলছেন বলিউডের এই অভিনেত্রী। এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হলো তাকে।
সোমবার (৭ নভেম্বর) ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন কঙ্গনা রনৌত। দেশের নাগরিক হিসেবে এই সম্মাননা পেয়ে খুশিতে আত্মহারা কঙ্গনা।
পদ্মশ্রী সম্মাননা গ্রহণের পর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কঙ্গনা জানান, শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে নাগরিক হিসেবে এই প্রথম সম্মান পেয়ে তিনিই খুশি।
যোগ করে তিনি আরও লিখেছেন, “আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে।”
সোমবার রাষ্ট্রপতি ভবনে ২০২০ সালের পদ্মশ্রী প্রাপকদের সম্মান জানানো হয়। কঙ্গনার পাশাপাশি আদনান সামি, একতা কাপুর, করণ জোহর, পিভি সিন্দুসহ আরও বেশ কয়েকজনকে এই সম্মান দেওয়া হয়েছে।