বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে ভারতীয় দলের সাবেক এই অধিনায়ককে। তার জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিও। যা বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা করেছিলো। কিন্তু তাকে কখনও বড়পর্দায় দেখা যায়নি। কথা হচ্ছে- মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেনে গুলশান গ্রোভার। এরপরই শুরু হয়েছে মাহির বড়পর্দায় অভিষেকের গুঞ্জন।
আর হবেই বা না কেনো? প্রথম কথা হলো ছবিটি তোলা হয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ ছবির সেটে।
এই ছবিটির ক্যাপশনে গুলশান গ্রোভার লিখেছেন, ‘সূর্যবংশী’ ছবির সেটে ভাই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। কী? ধোনি কি এই ছবিতে অভিনয় করছেন? নাকি একই স্টুডিওতে অন্য কিছুর শুটিং করছেন তিনি?
গুলশান গ্রোভারের ছবিটি প্রকাশ করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিটির মন্তব্যের ঘরে কেউ কেউ তাদের সুদর্শন পুরুষ বলে সম্বোধন করেছেন। আবার কেউবা বলছেন এতোদিনে স্টাইলের মধ্য দিয়ে শেষ হলো ‘সূর্যবংশী’র কাজ।
তবে মহেন্দ্র সিং ধোনি কি সত্যি ‘সূর্যবংশী’তে অভিনয় করছেন কিনা তা বোঝা যাবে মুক্তির পরই। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত ছবিটি।