গত দুই বছর অর্থাৎ শাহরুখ খানের ৫৪ ও ৫৫তম জন্মদিনে দুবাইয়ের বিখ্যাত আকাশচুম্বী বুর্জ খলিফা সেজে উঠেছিলো আলোর মেলায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
শাহরুখের ৫৪তম জন্মদিন উপলক্ষে বিশ্বের উচ্চতম এই বিল্ডিংয়ে আলো দিয়ে লেখা হয়েছিলো, “বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা!”
কিং খানের ৫৫তম জন্মদিনে বিশ্বের উচ্চতম এই বিল্ডিংয়ে আলো দিয়ে লেখা হয়েছিলো, “শুভ জন্মদিন শাহরুখ খান।”
মঙ্গলবার (২ নভেম্বর) ছিলো বলিউড বাদশার ৫৬তম জন্মদিন। সেদিনও বুর্জ খলিফা সেজে উঠেছিলো আলোর মেলায়। এই সুপারস্টারকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশ্বের উচ্চতম এই বিল্ডিংয়ে আলো দিয়ে লেখা হয়েছিলো, ‘শুভ জন্মদিন এসআরকে।”
Happy birthday @iamsrk from the @noon family
— Mohamed Alabbar محمد العبار (@mohamed_alabbar) November 2, 2021
كل عام وأنت بخير @iamsrk من عائلة نون pic.twitter.com/TIG3zURQjk
এদিকে, নিজের ৫৪তম জন্মদিনে বুর্জ খলিফার সে আয়োজন সামনাসামনি দেখতে না পেলেও ৫৫তম জন্মদিনে এই দৃশ্য পরিবারের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি উপভোগ করেছিলেন কিং খান। কিন্তু এ বছর সে দৃশ্যটি উপভোগ করতে পারেননি শাহরুখ। কারণ মাদক মামলা থেকে জামিন পেয়ে সম্প্রতি বাড়ি ফিরেছে তার ছেলে আরিয়ান খান। যার ফলে এ বছরের নিজের জন্মদিনে কোন আয়োজনও করেননি তিনি।