হুমায়ূন পরিবারের আপত্তিতে সরকারি অনুদান পেয়েও নির্মাণ করা হলো না 'পেন্সিলে আঁকা পরী'।
২০২০-২১ অর্থ বছরে সরকারী অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিলো তার। এর মধ্যে প্রথম কিস্তিতে তিনি ১৮ লাখ টাকা পান অমিতাভ রেজা চৌধুরী।
চলচ্চিত্রটি নির্মাণ করতে না পেরে প্রাপ্ত অর্থ জরিমানাসহযোগে ফেরত দিয়েছেন এই নির্মাতা। তবে থেমে যান নি।
এবার একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত গল্পে নিজের চিত্রনাট্যে ২০২১-২২ অর্থবছরের জন্য ফের দাঁড়িয়েছেন অনুদানের দাবিতে।
মঙ্গলবার বার্তা ২৪.কমকে এমনটাই জানালেন অমিতাভ। তিনি বলেন, “অনুদানের টাকা পেয়েও ফেরত দিতে হলো। নতুন করে এবার আমার চিত্রনাট্যে একটি গল্প জমা দিয়েছি অনুদানের জন্য। গল্পটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত। দেখা যাক কী হয়।”
এদিকে, অমিতাভ রেজার মুক্তি আসন্ন 'রিক্সাগার্ল' ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর নানা উৎসব। জিতছে পুরস্কার।
এবার আমেরিকার এরিজোনারতে প্রিসকট ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো চলচ্চিত্রটি।
“যে কোন উৎসবেই পুরস্কার বা স্বীকৃতি আনন্দের। তবে এটি খুব বেশি প্রতিযোগিতামূলক উৎসব নয়। তবু ভালো লাগছে।”
উৎসবটিতে দর্শক ও জুরি উভয়ের বিচারেই 'বেস্ট ন্যারেটিভ ফিল্ম'-এর পুরস্কার জেতে চলচ্চিত্রটি।
এর আগে জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১–এর জুনিয়র ফিল্ম শাখায় এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের এই ছবি। শুধু তাই নয়, ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত মিল ভ্যালি উৎসবেও দারুণ প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।
উৎসব ঘুরে নতুন বছরে দেশের পর্দায় মুক্তি পাবে চলচ্চিত্রটি।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। নাইমা নামের এক কিশোরীকে ঘটনাক্রমে রিকশা চালানোর পেশা গ্রহণ করতে হয়। তাঁকে নিয়েই ‘রিকশা গার্ল’ ছবির গল্প। এতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।