প্রায় এক মাস কারাবাসের পর মাদক মামলা থেকে জামিন পেয়ে গত ৩০ অক্টোবর বাড়ি ফিরছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘরে ছেলে ঘরে ফিরে আসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে খান পরিবারে। মান্নাতে ফেরার পর থেকে ছেলেকে নাকি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করছেন না শাহরুখ ও গৌরী।
আরিয়ান খান জামিনে মুক্তি পেলেও তাকে নিয়ে এখনও চিন্তিত রয়েছেন শাহরুখ খান। বিশেষ করে ছেলের মানসিক অবস্থা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন বলিউডের এই সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যমগুেলার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আরিয়ানের জন্য একজন মনোবিদও নাকি নিয়োগ করা হয়েছে। তাই আপাতত মান্নাতের বাইরেও নাকি বের হবেন না আরিয়ান।
এখানেই শেষ নয়, শাহরুখ খান ও গৌরী খান দম্পতি তাদের ছেলেকে নিয়ে এতোটাই বেশি চিন্তিত যে তার জন্য বিশেষ দেহরক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।