বলিউডে ফের করোনার থাবা। ভয়াবহ এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন উর্মিলা।
বলিউডের এই অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। ভালো আছি, বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছে, সুরক্ষার জন্য তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান।’
পাশাপাশি উর্মিলা আরও জানান, কোয়ারেন্টাইনের একমাত্র হিসেবে তার সঙ্গে রয়েছেন তার পোষ্য।
দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন উর্মিলা মাতন্ডকর। কিন্তু মাঝে মধ্যে বিতর্কিত সব মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি একটি ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। সেখানে উপস্থিত ছিলেন অনিল কাপুর, উর্মিলা। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা।