ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। পাশাপাশি মিষ্টি মেয়ে হিসেবেই বেশ পরিচিত এনা। তাছাড়া টলিউড ইন্ডাস্ট্রির কনিষ্ঠতম প্রযোজক তিনি।
কলকাতার এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘চিনে বাদাম’ ছবির শুটিং নিয়ে। যেখানে তার বিপরীতে রয়েছেন যশ দাশগুপ্ত। বর্তমানে কাশ্মীরে চলছে এর শুটিং।
এই ছবির শুটিং শেষ নতুন একটি ছবি প্রযোজনা করবেন এনা। যেখানে জুটি হিসেবে পাওয়া যাবে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে।
তবে চমকপ্রদ তথ্য হলো- শুধু প্রযোজনা নয়, নিজেও একটি রতুন ছবির কাজ শুরু করবেন। যেখানে তার বিপরীতে থাকবেন হলিউড তারকা অ্যালেক্স ও’নীল।
এ প্রসঙ্গে এনার একটি ঘনিষ্ঠসূত্র জানান, আপাতত কাশ্মীরে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এনা। সেখান থেকে ফিরেই নতুন এই ছবির অফিসিয়াল ঘোষণা করা হবে। হলিউড অভিনেতা অ্য়ালেক্স ও’নীলকে দেখা যাবে এনার বিপরীতে। ছবির পরিচালনা করবেন বিশ্বরূপ বসু।