আলোর উৎসবের (দিওয়ালি) আগেই মুখোপাধ্যায় পরিবারে নেমে এলো অন্ধকার। না ফেরার দেশে পাড়ি জমালেন কৌশানি মুখোপ্যায়ারে মা সঙ্গীতা।
শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। কিডনির সমস্যা নিয়ে গত ২৩ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৌশানীর মা। পরে তার ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল। এর আগে তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল।
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন কৌশানি। এই দুঃসময়ে প্রেমিকার পাশে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।