মাদক মামলায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছেন বম্বে হাইকোর্ট। রায়ের পরবর্তী সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে রিলিজ অর্ডার মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বক্সে পৌঁছালে আজই বাড়িতে ফিরবেন শাহরুখ পুত্র।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আজ আরিয়ান খানের পাঁচ পাতার বেল অর্ডার জারি করেছে বম্বে হাইকোর্ট। যেখানে একটি শর্ত রয়েছে ১ লাখ রুপির বেল বন্ডের পাশাপাশি কোনও এক ব্যক্তিকে অভিযুক্তের দায়িত্ব নিতে হবে।
চমকপ্রদ তথ্য হলো- অভিযুক্ত আরিয়ান খানের হয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
এ কারণে আজ (২৯ অক্টোবর) এনডিপিএস আদালতে হাজির হন জুহি চাওলা। এসময় বলিউডের এই অভিনেত্রী সঙ্গে ছিলেন আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে।
আদালতে জুহি জানান, ‘ছোটবেলা থেকে আরিয়ানকে আমি চিনি।’ এরপর আরিয়ানের হয়ে এক লাখ রুপির জামিনের বন্ডে সই করেন জুহি চাওলা। এরপর আরিয়ানের জামিনের সিউরিটি হিসেবে জুহির আবেদন গ্রহণ করেন আদালত।
আদালত জুহির নথিপত্রে শিলমোহর দেওয়ার পর বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট দফতরের উদ্দেশ্যে রওনা দেন জুহি।