হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা পুনিত রাজকুমার।
শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর।
আজ সকলেই বুকে তীব্র ব্যথা নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনিত রাজকুমার। এরপর তার অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউ’তে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কান্নাড়া তারকা।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন পুনিত। কাজ করেছেন ২৯টির বেশি কান্নাড়া ছবিতে।
‘বেত্তাধা হুভু’ ছবির জন্য ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনিত।
২০০২ সালে ‘আপ্পু’ ছবির সঙ্গে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন পুনিত। পরে ‘আকাশ’, ‘আরাসু’, ‘মিলনা’, ‘ভামসি’, ‘জ্যাকি’, ‘পরমাত্মা’, ‘পাওয়ার’-এর মতো সুপারহিট কান্নাড়া ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।