দুই মেয়েকে নিয়ে লালগালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি। রোববার (২৪ অক্টোবর) রাতে রোম ফিল্ম ফেস্টিভ্যালে হলিউডের এই অভিনেত্রীর নতুন ছবি ‘অ্যাটারনালস’র স্ক্রিনিং হয়েছে।
ছবিটির স্ক্রিনিংয়ের আগে দুই মেয়ে শিলহ ও জাহারাকে নিয়ে লালগালিচায় হেঁটেছেন এই অভিনেত্রী।
রোম ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় হাঁটার সময় জোলির পরনে ছিলো কাঁধখোলা ম্যাটালিক সিলভার গাউন। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছিলেন কানের দুল। চুল ছিলো খোলা।
লালগালিচায় মায়ের সঙ্গে হাঁটার সময় শিলহর পরনে ছিলো কালো রঙের শর্ট পোশাক এবং জাহারা পরেছিলেন সাদা রঙের কাঁধখোলা গাউন।