গত ২০ অক্টোবর আরিয়ান খানের জামিন মামলার শুনানির দিন আরিয়ানের একটি হোয়াটসঅ্য়াপ চ্যাট আদালতে জমা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তারা। যেখানে এক উঠতি বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছিলেন শাহরুখ পুত্র। আর সেই উঠতি নায়িকা ছিলেন অনন্যা পাণ্ডে।
এই ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে হানা দেয় এনসিবির কর্মকর্তারা। চলে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয় বলিউডের এই অভিনেত্রীর ল্যাপটপ ও ফোন।
ইতিমধ্যে অনন্যা পাণ্ডে আর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তদন্ত শুরু করেছে এনসিবি। যেখানে এই দুই স্টারকিডস গাঁজা নিয়ে কথা বলেছিলেন।
ফাঁস হওয়া সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুই ঘণ্টা জেরা করা হয় অনন্যাকে।
চ্যাটে আরিয়ান অনন্যাকে বলেন, তার জন্য মাদক জোগাড় করে দিতে। আরিয়ানের সেই অনুরোধে রাজিও হন অনন্যা। চ্যাটের এই অংশ নিয়ে অনন্যাকে প্রশ্ন করা হলে, এনসিবি কর্তাদের অনন্যা জানিয়েছেন, তিনি আরিয়ানের সঙ্গে ঠাট্টা করেছিলেন।
শুক্রবার (২২ অক্টোবর) ফের একবার অনন্যাকে ডেকেছে এনসিবি।