বিদ্যা বালানের ‘শেরনি’ ও ভিকি কৌশলের ‘সর্দার উধম’ এরইমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল এই দুই ছবি।
২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে ১৪টি ছবির মধ্য়ে রয়েছে এই দুই ছবিও।
বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ছবি বাঘ সংরক্ষণ, রাজনীতি প্রেক্ষাপটে তৈরি হয়েছে।
অন্যদিকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে প্রেক্ষাপট করে ইতিহাসে উপেক্ষিত বিপ্লবী উধম সিংয়ের গল্প বলে পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’।
অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় কমেডিয়ান যোগী বাবুর ‘মান্ডেলা’ ছবি নিয়ে আশাবাদী অনেকে। মালায়লি ছবি নয়াট্টুও বেশ কড়া প্রতিযোগিতা দিতে পারবে বলে অনেকে মনে করছেন।
২০২২ সালের মার্চ মাসে আমেরিকায় অনুষ্ঠিত হবে অস্কারের ৯৪তম অস্কার।