টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। গত ৮ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন টলিউডের এই অভিনেতা।
বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
পরিবারিক সূত্রে জানা গেছে, এখন অনেকটাই ভাল আছেন অভিনেতা। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ ও খাবার খাচ্ছেন।
গত ১৩ আগস্ট মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। ছবিতে ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। তারপর কিছুদিন পরই নাকি অসুস্থবোধ করেন তিনি। এরপর করোনা পরীক্ষা করালে সেটি পজিটিভ আসে।
তবে অনির্বাণের বাড়ির আরও কোনও সদস্যের শরীরে কোভিড-১৯ভাইরাস নেই বলেই জানা গিয়েছে।